Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

চুক্তিসমূহ

চুক্তিসমূহ

 

 

 

 

 

 

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর, নীলফামারী

এবং

জেলা প্রশাসক, নীলফামারী এর মধ্যে স্বাক্ষরিত

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

 

 

জুলাই ১,২০১৮-জুন ৩০, ২০১৯

 

 

 

 

 

 

 

সূচিপত্র

 

বিষয়

c„ôv bs

  • কর্মসম্পাদনের সার্বিক চিত্র

2-3

  • উপক্রমণিকা

4

  • সেকশন-১ : রূপকল্প (Vision),  অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলী

5-6

  • সেকশন-২ : কৌশলগত অগ্রাধিকার ভিত্তিক উদ্দেশ্য এবং লক্ষ্যমাত্রাসমূহ, কার্যক্রম ও কর্মসম্পাদন

৭-১৭

  • সেকশন-৩ : আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ : মাঠ পর্যায়ে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ

১৮-২০

  • সংযোজনী ১ : শব্দসংক্ষেপ (Acronyms)

২১

  • সংযোজনী ২: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারীদপ্তর/সংস্থাসমূহ এবং পরিমাপ পদ্ধতি

২২-২৩

  • সংযোজনী : কর্মসম্পাদন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অন্য দপ্তর/ সংস্থার উপর নির্ভরশীলতা

২৪

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর, নীলফামারী এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র:

 

(Overview of the performance of the Upazila Nirbahi Officer, Syedpur)

 

সাম্প্রতিক অর্জন:

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

 

সৈয়দপুর উপজেলা প্রশাসন SDG এর লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে এবং জনবান্ধব ও স্বচ্ছ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিগত বছরগুলোতে ব্যাপক কার্যক্রম সম্পন্ন করেছে এর মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ায় সৈয়দপুর উপজেলা অংশীদারউপজেলা পরিষদ কমপ্লেক্স এর অবকাঠামোগত সংস্কার, উপজেলা ব্যাপি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও সংস্কার করা হয়েছে। একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংক এর নিজস্ব কার্যালয় নির্মাণ করা হয়েছে।

 

উপজেলাকে সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত রাখার লক্ষ্যে জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সাংবাদিক, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান, সুশিল সমাজ, শিক্ষকদের সাথে মতবিনিময়; সভা, সমাবেশ করা হয়েছে।উপজেলা পরিষদ মসজিদকে আধুনিকায়ন করা হয়েছে। ২০২১ সালের মধ্যে এই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে নিকাহ নিবন্ধক; বিভিন্ন মসজিদের ইমামসহ মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় করা হয়েছেমাদকমুক্ত উপজেলা ও ইভটিজিং প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও উপযুক্ত ফোরামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা করা হয়েছে।  উপজেলার সকল ইমাম মুয়াজ্জিনদেরকে একই প্লাটফর্মে আনার লক্ষ্যে ইমাম বাতায়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ইউনিয়ন পরিষদ শক্তিশালী করণে ইউপি চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য গ্রাম পুলিশদের প্রশিক্ষণ প্রদান  করা  হয়েছে উপজেলার একনজরে উপজেলা সিটিজেন চার্টারস্থাপন করা হয়েছে আর্থিক শৃঙ্খলা নাগরিক সনদ অনুযায়ী জনবান্ধব, ঘুষ দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্যে শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা  হয়েছে জনগণকে দ্রুততম সময়ে নাগরিকদের সুবিধা প্রদানের লক্ষ্যে সার্বক্ষণিক গণশুনানী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং উপজেলা ডিজিটাল সেন্টার তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এর পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর স্ক্রিন, প্রিন্টার, স্কুল বেঞ্চ, খেলাধুলার সামগ্রী, হারমনিয়ামসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে উপজেলা পরিষদ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও  ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে  সৈয়দপুর শহরের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইনফো সরকার প্রকল্পের আওতায় ২টি অফিসে ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন করা হয়েছে

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

  • অনুমোদিত জনবলের বিপরীতে পদ শূন্য থাকায় স্বাভাবিক সেবা প্রদান করা যাচ্ছে না;
  • বাজেটের স্বল্পতা রয়েছে;
  • তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবলের সংকট রয়েছে;
  • প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে ইন্টারনেট স্পীড কম।
  • কর্মক্ষেত্রে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব;
  • নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদানে ব্যর্থতা।

 

ভবিষ্যত পরিকল্পনা:

  • স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন ব্যবস্থাপনা গড়ে তোলা;
  • নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রত্যাশী জনগণের সেবা নিশ্চিত করা;
  • তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনবল তৈরী;
  • উপজেলা পরিষদের সেবা সহজীকরণ; হয়রানীমুক্ত যুগোপযোগী ব্যবস্থাপনার উন্নীতকরণ;
  • সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে ভিশন-২০২১ বাস্তবায়নে ৭ম পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান ও আন্ত: বিভাগীয় সমন্বয় সাধন;
  • সামাজিক অবক্ষয়মূলক কর্মকান্ড রোধে জনসচেতনতা গড়ে তোলা এবং প্রয়োজনে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা;
  • সর্বোপরি সৈয়দপুর উপজেলা প্রশাসনকে দক্ষ মানবসম্পদ ভিত্তিক, তথ্য প্রযুক্তি নির্ভর জনবান্ধব সেবামূখী প্রশাসনে পরিণত করা সৈয়দপুর উপজেলা প্রশাসন এর ভবিষ্যৎ পরিকল্পনা । 

 

 

 
 

 

 

 

 

 

 

 

২০১৭-২০১৮ অর্থবছরের প্রধান অর্জনসমূহ

 

ই-নথির মাধ্যমে নথির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিটিজেন চার্টার ও এক নজরে উপজেলা স্থাপন করা হয়েছে। ২০১৬ সালে শুরু হওয়া ই-মোবাইল কোর্টের মাধ্যমে মামলা নিষ্পত্তির হার শতভাগ নিশ্চিত করা হয়েছে। Dc‡Rjvaxb mKj miKvwi Awd‡m B›Uvi‡bU wfwËK miKvwi ch©v‡q mKj Kvh©µg Z¦ivwb¦Z Kivi j‡ÿ¨ eªWe¨vÛ B›Uvi‡bU Kv‡bKkb Pvjy Kiv n‡q‡Q| Dc‡Rjvaxb 49 টি বিভিন্ন ধরণের wkÿv প্রতিষ্ঠানে ইতোমধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করা হয়েছে| অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোতে  আগামী বছরের মধ্যে মাল্টিমিডিয়া ক্লাস রুম প্রতিষ্ঠা করা হবে। একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক এর নিজস্ব কার্যালয় নির্মাণ করা হয়েছে।

২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য প্রধান প্রধান লক্ষ্য সমূহ:

 

  • বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের গুনগতমান নিশ্চিতকরণ।
  • ভিক্ষুকমুক্ত, মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত সৈয়দপুর উপজেলা নিশ্চিত করা ।
  • ভূমি সেবাকে সহজীকরণ; হয়রানীমুক্ত ও যুগোপযোগী করার উদ্দেশ্যে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে ই-মিউটেশন চালুকরণ।
  • উপজেলা পরিষদ কার্যালয়, সৈয়দপুর, নীলফামারী এর জন্য নতুন উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ এর নিমিত্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ ও পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
  • জমি আছে ঘর নাই এমনলোকের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ।
  • শিক্ষিত বেকার-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ।
  • সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীর বাস্তবায়ন জোরদার এবং সামাজিক অবক্ষয়মূলক কার্যক্রম রোধ করা।
  • জলবায়ু পরিবর্তনের বিরূপ পতিক্রিয়া মোকাবেলায় গৃহীত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সৈয়দপুর উপজেলার সক্ষমতা বৃদ্ধি করা।
  • মাদকবিরোধী ও জনসচেতনতামূলক কার্যক্রম (বাল্যবিবাহ, বহুবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইত্যাদি) জোরদারকরণ।
  • দূর্যোগ ব্যবস্থাপনা ও বাস্তবায়নে কার্যক্রম জোরদারকরণ ।
  • গ্রাম আদালতকে অধিকতর কার্যকরকরণের মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীকে সহজে বিচারিক সেবা প্রদান।
  • সেবাদাতা ও সেবা গ্রহীতার মধ্যে সম্পর্কের মানোন্নয়ন। সেবা প্রার্থীদের সেবামূখী পরিবেশ নিশ্চিতকরণ। সেবাপ্রদান সহজীকরণ ও সেবা প্রার্থীদের কষ্ট লাঘব।
  • প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুনগতমান উন্নীতকরণ। শিক্ষার গুনগতমানবৃদ্ধিতে কর্মসূচি প্রণয়ন।
  • তথ্য-প্রযুক্তির কাঙ্খিত ব্যবহার নিশ্চিতকরণ। অধিকতর তথ্য প্রযুক্তিগত ও দক্ষ জনবল তৈরী।
  • Dc‡Rjvi mKj miKvwi `߇i 100% B-bw_ Kvh©µg PvjyKiY|
  • কর্মকর্তা র্কমচারীদের মাধ্যমে সরকারি অর্থ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ।
  • অফিসে শুদ্ধাচারের যথাযথ অনুশীলন। দুর্নীতি বিরোধী মানসিকতার উন্নয়ন।
  • সেবা প্রার্থীদের মূল্যায়নের মাধ্যমে কর্মচারীগণের আত্মশুদ্ধি। স্বমূল্যায়নের মাধ্যমে র্কমচারীদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা সৃষ্টি।
  • নারী উন্নয়ন ফোরামের কার্যক্রম জোরদারকরণ।
  • পর্যটন সমৃদ্ধ এলাকা চিহ্নিত করে জনসাধারণের উপযোগী করে গড়ে তোলা।
  • সর্বোপরি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে এবং এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্ত: বিভাগীয় সমন্বয় সাধন।

 

           

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 

উপক্রমণিকা (Preamble)

 

সরকারি দপ্তর/সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে-

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার

উপজেলা নির্বাহী অফিসার

এবং

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নীলফামারী জেলার

জেলা প্রশাসক

-এঁর মধ্যে ২০১৮ সালের জুলাই মাসের ১৫ তারিখে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো।

 

 

এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিম্নলিখিত বিষয় সমূহে সম্মত হলেন:

 

 

                                                                                                         

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 

সেকশন ১:

রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)

এবং কার্যাবলী (Functions)

. রূপকল্প (Vision):

তথ্যপ্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনচর্চা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি দক্ষ, সেবামুখী ও মানসম্মত জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা।

 

. অভিলক্ষ্য (Mission):

            প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার, শুদ্ধাচার কৌশল ও সেবাদাতাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং উদ্ভাবন এর মাধ্যমে সময়াবদ্ধ, মানসম্মত ও জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করা।

 

.কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):

 

  • .. উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর, নীলফামারী এর কৌশলগত উদ্দেশ্যসমূহ
  • Strategic Objectives)

০১) উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সকল উন্নয়নমূলক কার্যক্রমসমূহের কার্যকর সমন্বয় সাধন।

০২) দূর্যোগব্যবস্থাপনা, জলবায়ুপরিবর্তন, বনায়ন ও পরিবেশ সংরক্ষনসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন

    তরান্বিত করা।

০৩) সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন জোরদারকরণ;

০৪) রাজস্ব প্রশাসন ও ব্যবস্হাপনায় গতিশীলতা আনয়ন;

০৫) মানসম্মত শিক্ষা ব্যবস্থা জোরদারকরণ এবং সামজিক সচেতনতা সৃষ্টি।

০৬) তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্যকর সেবা প্রদান।

০৭) wbe©vnx ম্যাজিস্ট্রেসির মাধ্যমে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংহতকরণ;

০৮) জনসচেতনতামূলক কার্যক্রমে জনউদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদারকরণ;

০৯) মানবসম্পদ উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ;

১০) ক্রীড়া, সংস্কৃতি ও নারী উন্নয়ন ত্বরানিতকরণ।

 

  • ..২ আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য (Compulsory Strategic Objective):

০১) দক্ষতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন।

০২) দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন।

০৩) তথ্য অধিকার ও বাধ্যতামূলক তথ্য প্রকাশ বাস্তবায়ন।

০৪) কার্যপদ্ধতি ও সেবার মানোন্নয়ন।

০৫) কর্মপরিবেশ এর উন্নয়ন।

০৬) আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

. কার্যাবলী (Functions):

 

০১) Dc‡Rjv আন্ত:বিভাগীয় কর্মকান্ডের সমন্বয় এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পসমূহসহ জেলার প্রধান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমন্বয়কারীর দায়িত্ব পালন;

০২) সরকার কর্তৃক কৃষি, স্বাস্হ্যসেবা ও জনস্বাস্হ্য, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণ, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা বিষয়ক গৃহীত সকল নীতিমালা ও কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, তত্ত্বাবধান, পরিবীক্ষণ ও সমন্বয়সাধন;

০৩) দুর্যোগ ব্যবস্হাপনা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ, জিআর, টিআর, কাবিখা, কাবিটা, ভিজিডি, ভিজিএফ, অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ;

০৪) ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণসহ পরিবেশ দূষণের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি, বনায়ন, বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সার্বিক সহায়তা করা এবং সার্বিক সমন্বয় সাধন ও পরিবীক্ষণ;

০৫) সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক গৃহীত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি, একটি বাড়ী একটি খামারসহ বিভিন্ন  প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান ও কার্যকর সমন্বয় সাধন;

০৬) Dc‡Rjvi রাজস্ব প্রশাসনের সার্বিক নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং পরিবীক্ষণ;

০৭) মানসম্মত শিক্ষা ব্যবস্থা জোরদারকরণ শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন, অভিভাবক সমাবেশ, শিক্ষক  

সমাবেশ, শিক্ষক প্রশিক্ষন এবং সামজিক সচেতনতা সৃষ্টি।

 

০৮) তথ্যপ্রযুক্তি যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে কার্যকর সেবা প্রদান।

 

 
 

 

 

 

০৯) নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ, মোবাইল কোর্ট পরিচালনা, Dcজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাপূর্বক জনজীবনে স্বস্তি আনয়ন এবং ভিভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলি;

১০) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্হাপনায় আওতায় অভিযোগ নিষ্পত্তি;

১১) বিভিন্ন সামাজিক সমস্যা যেমন যৌন হয়রানি, নারী নির্যাতন, মাদক সেবন, চোরাচালান, যৌতুক, বাল্যবিবাহ ইত্যাদি  প্রতিরোধ/নিরসনে কার্যক্রম গ্রহণ;

১২) স্থানীয় সরকার সংক্রান্ত কার্যক্রম;

১৩) এনজিওদের কার্যক্রম তদারকি ও সমন্বয়, এনজিও কার্যক্রমের ওভারল্যাপিং প্রতিরোধে কর্মক্ষেত্র নির্ধারণে মতামত প্রদান এবং এনজিওদের অনুকূলে ছাড়কৃত অর্থের পরিবীক্ষণ ও ক্ষুদ্রঋণসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন/দর্শন;

১৪) জাতীয় ই-গর্ভনেন্স কার্যক্রম বাস্তবায়ন; সেবা পদ্ধতি সহজীকরণ, সেবা প্রদান প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান, Dc‡Rjv তথ্য বাতায়ন হালনাগাদকরণ, সোস্যাল মিডিয়া ব্যবহার, এবং বিভিন্ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও তদারকি।

 

 
 

 

 

ছবি


সংযুক্তি

cc52fc9c07ace6681758730f5faec8ab.doc cc52fc9c07ace6681758730f5faec8ab.doc


সংযুক্তি (একাধিক)