উপজেলার ভৌগলিক অবস্থানঃ
ভৌগলিক অবস্থান ঃ |
|
অক্ষাংশ ২৫°৪৪র্ এবং ২৬°১৯র্ |
|
|
দ্রাঘিমাংশ ৮৮°৪৪র্ এবং ৮৯°১২র্ |
ববাঙ্গালীপুর মৌজার জে.এল নং- ৩৮,৬৫৫ দাগে ২’৪৩ একর জমির উপর অবস্থিত উপজেলা পরিষদের ত্রিতল অফিস ভবনের নীচতলার পশ্চিম অংশে উপজেলা নির্বাহী অফিসটি পরিচালিত হচ্ছে। একই মৌজার ৮১৫,৮১৯,৮২১,৮২৩-২৫,৯২৭-২৮ মোট ০৮টি দাগে ৮’৫৫ একর জমিতে উপজেলা পরিষদের পুরাতন অফিস ভবন এবং আবাসিক ভবন সমুহ অবস্থিত। উপজেলা পরিষদের দক্ষিনে সৈয়দপুর সেনানিবাস ও বিমান বন্দর,পশ্চিমে বাংলাদেশ রেলওয়ের আবাসিক এলাকা ও সৈয়দপুর শহর,উত্তরে সাধারন আবাসিক এলাকা,পূর্বে কৃষি জমি। উপজেলা পরিষদের অদূরে ক্যান্টঃপাবলিক স্কুল এন্ড কলেজ,সরকারী কারিগরী মহাবিদ্যালয় রয়েছে। পরিষদের দক্ষিণ পাশ দিয়ে একটি পাকা সড়ক সেনানিবাস ও উপজেলা পরিষদের সীমানা ঘেষে শহরে প্রবেশ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস