Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন
বিস্তারিত

রেলওয়ে ষ্টেশন:
দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত ,সে কারণে সৈয়দপুরকে রেলওয়ে শহর বলা হয় । পশ্চিমাঞ্চল রেলওয়ে পুলিশের (জিআরপি) হেডকোয়ার্টারও সৈয়দপুরে অবস্থিত । ফলে নানা দিক দিয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশনটি এ অঞ্চলের গুরূত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন হিসেবে পরিণত হয়েছে । ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয় এ রেলওয়ে স্টেশনটি ।  সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী আন্ত:নগর রূপসা ও সীমান্ত এক্সপ্রেস এবং   রাজশাহী পথে আন্তঃনগর বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন নিয়মিত চলাচল করে।  রেলওয়ে শহর হিসিবে খ্যাত সৈয়দপুর থেকে প্রতিদিন শতশত যাএী  বিভিন্ন গনÍব্যে যাতায়াত করে থাকে।  সম্পত্তি  যাএী সেবার মান বাড়াতে স্টেশনের পুরাতন ভবনটি ভেঙ্গে আধুনিক সুযোগ –-সুবিধা সম্পন্ন স্টেশন ভবন নির্মান করা হয়।নবনির্মান  স্টেশন ভবনে সুপরিসর বিশ্রাম , ওয়েটিংরূমসহ  অন্যান্য সকল সুযোগ- সুবিধা রয়েছে।  এছাড়া আকাশ পথে ঢাকা-সৈয়দপুর রুটে নিয়মিত ৫টি ফ্লাইট চলাচল করছে।জেলা শহর নীলফামারী,রংপুর,দিনাজপুর,ও জেলার অন্যান্য উপজেলার সাথে সড়ক পথে এ উপজেলার উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে।  উপজেলার সদরের সাথে সবকটি ইউনিয়নেরই মটরযান চলাচলের  উপযোগী  পাকা রাস্তার সংযোগ রয়েছে ।  উপজেলার অভ্যন্তরীন যোগাযোগের  মাধ্যমগুলোর মধ্যে বাস, ট্রাক,রিক্সা ও ভ্যানগাড়ি, ডিজেল ্ও বিদ্যুৎ চালিত থ্রি হুইলার ইত্যাদি উল্লেখযোগ্য।